bangla movieEntertainmentmovies
Trending

পরাণ-আগামীর বাংলা সিনেমার নায়ক পেলেন দর্শকরা! শরিফুল রাজ

আমাদের দেশীয় ছবি নিয়ে দর্শকদের আক্ষেপের শেষ নেই। ছবি যতই জাতীয় পুরষ্কার পাক, তবুও দর্শকদের মন্তব্যে বাংলা ছবি প্রায়ই পিছিয়ে থাকে। হাতেগোণা কিছু ছবি নিয়ে দর্শক থাকে উচ্ছ্বসিত। সেই ধারায়, সেই হাতেগোণা তালিকায় যুক্ত হল-‘পরাণ  (Poran Bangla Movie)’

পরাণ-আগামীর বাংলা সিনেমার নায়ক পেলেন দর্শকরা! শরিফুল রাজ
শরিফুল ইসলাম রাজ Sariful Razz

ছবিটির ট্রেইলার রিলিজ হওয়ার পরপরই নেটাগরিকরা দারুন ছবি মন্তব্য করেছেন। ইউটিউবের কমেন্ট সেকশনে চলছে শরিফুল রাজের জয়জয়কার। অনেকেই তাকে পরীমণির স্বামী হিসেবে চিনলেও এই ছবির মাধ্যমে শরিফুল রাজ নিজেকে নিজেই চিনিয়েছেন।

পরাণ-আগামীর বাংলা সিনেমার নায়ক পেলেন দর্শকরা! শরিফুল রাজ
পরীমনি ও শরিফুল রাজ

 মীম, ইয়াশ রোহানের অভিনয় এবং লুকের প্রশংসা, সিনেমাটোগ্রাফি, কালার, দৃশ্যায়ন, পরিচালকের দক্ষতা সবকিছু নিয়েই চলছে দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা। তবে সবকিছুকে ছাড়িয়ে গিয়েছেন শরীফুল রাজ। ‘জ্বলেরে পরাণ’ গানে তার নিখুঁত এক্সপ্রেশন, একজন নেশাগ্রস্ত যুবকের আচরণ, গুন্ডামি সেইসাথে প্রেমিকার প্রেমে পাগল হওয়ার আবেগী মুহূর্ত, সবমিলিয়ে পর্দায় জীবন্ত লেগেছে তার অভিনয়। এমন অভিনয় দেখতেই দর্শক হলমুখী হতে চান। ‘চলো নিরালায়’ গানটি যেন প্রেমের আবেগ নতুন করে ফুটিয়ে তুলেছে পর্দায়। দুইটি গানই তুমুল আলোচিত ও প্রশংসিত হয়েছেন। ইউটিউব কমেন্ট সেকশনে নেটাগরিকরা তাদের উচ্ছ্বসিত মন্তব্য করেছেন। 

পরাণ সিনেমায় শরিফুল ইসলাম রাজ Sariful Razz
পরাণ সিনেমায় শরিফুল রাজ

 

বাংলাদেশী দর্শকরা যে ভাল অভিনয় এবং অভিনেতা-অভিনেত্রী পেলে তাদের মূল্যায়ন করেন তার প্রমাণ অতীতে মনপুরা, ‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’ এ দেখিয়েছেন। চলচ্চিত্রের এই দূর্দিনের সময় ‘পরাণ‘ দেখে দর্শকরা যেভাবে নায়ক-নায়িকার সাথে সেলফি তুলছেন, ছবি দেখে তাদের অনুভূতি প্রকাশ করছেন তা নিঃসন্দেহে বাংলা ছবির সুদিন ফেরার ইঙ্গিত দেয়।

বিদ্যা সিনহা মীম আগে থেকেই জনপ্রিয় তবে তার ‘পরাণ‘ ছবিতে লুক এবং ন্যাচারাল সৌন্দর্য সকলের মন জয় করে নিয়েছে। তার ক্যারিয়ারের সবচেয়ে সফল চরিত্র বলা হচ্ছে ‘অনন্যা’ চরিত্রটিকে যা দেখে দর্শক হলেই অনন্যাকে গালি দিচ্ছেন। আর এই গালিকেই অভিনয়ের স্বার্থকতা হিসেবে নিয়েছেন মীম, কারণ তার চরিত্রটি ছিল সদ্যযৌবনা এক তরুণীর অস্থির প্রকৃতির, যে কিনা দুই যুবককেই ভালবাসে। সে রোমানকেও ভালবাসার কথা শোনায়, সিফাতকেও ভালবাসে। ‘অনন্যা’ চরিত্রের সাথে অনেকেই নিজের প্রেমিকার মিল খুঁজে পেয়েছেন, কেউ নিজের মিল পেয়েছে সিফাত বা রোমানের সাথে। এ যেন আমাদেরই বয়ঃসন্ধির গল্প, প্রেম-আবেগ, প্রতারণার চিরচেনা গল্প নিয়েই ‘পরাণ‘। তবে আমরা যেমন বাস্তবতা বুঝেও প্রেমের মায়ায় জড়াই তেমনি ছবির কাহিনী অনুমেয় হলেও দর্শক মজেছেন ‘পরাণে’। হল এবং শো সংখ্যা দুটোই বাড়ছে ‘পরাণের’। পাওয়া যাচ্ছেনা টিকিট।

দর্শক সবচেয়ে বেশী উচ্ছ্বসিত শরিফুল রাজের চরিত্র, তার অ্যাটিটিউড এবং এক্সপ্রেশন নিয়ে৷ ভবিষ্যত নায়ক এবং ঢালিউডে রাজেরই রাজত্ব চলবে এমন মন্তব্য করছেন সকল দর্শক। কারণ বহুদিন পর চেহারা, ফিটনেস, অ্যাটিটিউড, অভিনয়ের এক প্যাকেজের সন্ধান পেয়েছে বাংলা চলচ্চিত্র এমন মন্তব্যই করছেন দর্শকরা। দেশের বিভিন্ন হলগুলোতে গিয়েছেন ‘পরাণ’ এর টিম। সেখানে শরীফুল রাজের সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যান দর্শকরা। 

আইসক্রিম সিনেমায় শরিফুল রাজ
আইসক্রিম সিনেমায় শরিফুল রাজ

শরিফুল রাজের সিনেমা অবিষেক হয় জনপ্রিয় পরিচালক রেদওয়ান রনির হাত ধরে আইসক্রিম সিনেমার মাধ্যমে।

নেটওয়ার্কের বাইরে সিনেমায় শরিফুল রাজ
নেটওয়ার্কের বাইরে সিনেমায় শরিফুল রাজ

 

ন-ডরাই সিনেমায় শরিফুল রাজ
ন-ডরাই সিনেমায় শরিফুল রাজ

 

মাইনকার চিপায় ওয়েব ফিল্মে শরিফুল রাজ
মাইনকার চিপায় ওয়েব ফিল্মে শরিফুল রাজ

 

হাওয়া সিনেমায় শরিফুল রাজ
হাওয়া সিনেমায় শরিফুল রাজ

 

গুণিন সিনেমায় শরিফুল রাজ
গুণিন সিনেমায় শরিফুল রাজ

 

এর পরে শরিফুল রাজের উল্লেখযোগ্য কাজ হলো জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সিনেমা ন ডরাই,  গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা গুণিন, জি ফাইফের ওয়েব সিরিজ মাইনকার চিপায়, চরকির ওয়েব ফিল্ম মিজানুর রহমান আরিয়ানের নেটওয়ার্কের বাইরে, এছাড়াও ২৯ জুলাই মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা হাওয়া যেখানে তাঁর অভিনয় সাথী জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এক কথায় বলতে গেলে জুলাই মাসটি বাংলা সিনেমা জগতে শরিফুল রাজময় মাস! 

পরান সিনেমা রিফাত-মিন্নির গল্প নিয়ে নির্মিত??

চলচ্চিত্রের এই দুর্দিনে সুদিন ফেরাতে পারে গল্প এবং অভিনয় নির্ভর ‘পরাণ‘ এর মত ছবিই। সেইসাথে শরীফুল রাজ, ইয়াশ রোহানের মত নতুন মুখের রাজত্ব হোক সেটাই দর্শক চায়। দর্শকের ভালবাসায় আপ্লুত ‘পরাণ’ এর অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক সকলেই। সামনের সপ্তাহে হল সংখ্যা আরো বাড়বে এবং এ থেকে অনুপ্রাণিত হয়ে আবারও এমন চমৎকার ছবি তৈরি হবে- এমন প্রত্যাশাই সকলের।

সিনেমা নিয়ে আমাদের অন্য লেখাগুলো পড়ুন –  

ঈদ-উল আজহার তিনটি সিনেমা – দিন দ্যা ডে – পরাণ – সাইকো – কে এগিয়ে?

সেরা ১০টি অ্যানিমেশন মুভি- বাংলা রিভিউ

গত দশকের বাংলাদেশের সেরা ১০ সিনেমার রিভিউ – বাংলা সিনেমা রিভিউ

সেরা ১০ টি ভূতের সিনেমার রিভিউ

     প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ,  চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। 

Back to top button