hindimoviemoviespriyojanala blog

কপিল দেব সাজে রনবীর সিং! আসছে সিনেমা ৮৩ :: 83 (film)

কপিল দেব সাজে রনবীর সিং! আসছে সিনেমা ৮৩ :: 83 (film) 



সিনেমা ৮৩ :: 83 (film)
সিনেমা ৮৩ :: 83 (film) 

৮৩ সিনেমা কপিল দেবের জীবনের যাত্রা ও সেই সাথে তিনি কীভাবে ভারতেরজাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছিলেন এবং
১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন তা দেখানো হবে।
সিনেমা ৮৩ :: 83 (film)
সিনেমা ৮৩ :: 83 (film) 

যেখানে  কপিল দেবের চরিত্রে রণবীর সিং, রমি দেবের চরিত্রে দীপিকা পাডুকোন, পিআর মন সিং চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, সুনীল গাভাস্কার চরিত্রে তাহিররাজ ভাসিন, শ্রীকান্ত  চরিত্রে জীভা কৃষ্ণমাচারী
মহিন্দর অমরনাথ চরিত্রে সাকিব সলিম, যশপাল শর্মা চরিত্রে যতীন সরনা, সন্দীপ পাতিলের চরিত্রে চিরাগ পাতিল, কির্তি আজাদ চরিত্রে ডিনকার শর্মা, রজার বিন্নি চরিত্রে নিশান্ত দাহিয়া , মদন লাল চরিত্রে হার্দি সন্ধু, সৈয়দ কিরমানি চরিত্রে সাহিল খট্টর, বালভিন্দর সিং সান্ধু চরিত্রে অ্যাম্মি ভার্ক, দেলিপ ভেঙ্গসরকার চরিত্রে অ্যাডিনাথ কোঠারে, রবি শাস্ত্রী চরিত্রে ধৈর্য কারওয়া, সুনীল ভালসন চরিত্রে বদ্রি

সিনেমা ৮৩ :: 83 (film)
সিনেমা ৮৩ :: 83 (film) 

৮৩ সিনেমায় কপিল দেবের চরিত্রকে পর্দায় সুন্দরভাবে ফুটিয়ে তুলতে রণবীর সিং কঠোর পরিশ্রম করেছে যার প্রমাণ মিলে ৮৩ সিনেমার তার লুকে।

সিনেমা ৮৩ :: 83 (film)
সিনেমা ৮৩ :: 83 (film) 

 কপিল দেব ছাড়াও ১৯৮৩ সালের বিশ্বকাপে অংশগ্রহনকৃত সকল ক্রিকেটার ও কোচ এর অভিনেতাদের বিশেষ লুক ও ট্রেনিং দেয়া হয়েছে যেখানে সিনেমাটি দেখার সময় দর্শক ১৯৮৩ সালে চলে যেতে বাধ্য হবে। বজরঙ্গি ভাইজান খ্যাত পরিচালক কবির সিং ৮৩ সিনেমাটিকে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ কে স্মরন করিয়ে দেয়ার জন্য টেকনিক্যাল ভাবে সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। অভিনেতা কাস্টিং এর ক্ষেত্রেও ১০০% বিচক্ষণ করেছেন যারে প্রমান মেলে সন্দীপ পাতিলের চরিত্রে তার ছেলে চিরাগ পাতিলকে নেয়াতে।

83 Cinema English Report 
↓↓
83 is an upcoming Indian sports drama film directed by Kabir Khan and jointly produced by Khan. The film stars Ranveer Singh as cricketer Kapil Dev, along with Deepika Padukone as Romi Dev, Pankaj Tripathi as PR Man Singh,Tahir Raj Bhasin as Sunil Gavaskar, Jiiva as Krishnamachari Srikkanth, Saqib Saleem as Mohinder Amarnath , Jatin Sarna as Yashpal Sharma, Chirag Patil as Sandeep Patil, Dinker Sharma as Kirti Azad, Nishant Dahiya as Roger Binny, Harrdy Sandhu as Madan Lal, Sahil Khattar as Syed Kirmani, Ammy Virk as Balwinder Singh Sandhu, Addinath Kothare as Dilip Vengsarkar, Dhairya Karwa as Ravi Shastri, R Badree as Sunil Valson. 


The story narrates Kapil Dev’s journey of life as well as how he became the captain of the India national cricket team and won the 1983 Cricket World Cup.



সিনেমা ৮৩ :: 83 (film)
সিনেমা ৮৩ :: 83 (film) 

৮৩ সিনেমাটি ১০ এপ্রিল ২০২০ শুভমুক্তি পাবে। কবির খান ও রনবির সিং এর অতীত রেকর্ড ও ক্রিকেট নির্ভর সিনেমা হওয়াতে বলা চলে ১০০ কোটির ক্লাবে নাম লিখতে বেশী বেগ পেতে হবে না।
83 (Hindi) – Official First Look





Presenting the Hindi Official First Look of 83 starring Ranveer Singh and directed by Kabir Khan.
83 (Film) – Official Trailer (Coming Soon) 
↓↓↓

Back to top button