moviespriyojanala blog
সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফার ‘গণ্ডি’ চলচ্চিত্র – Bangla Cinema Gondi 2020
মুক্তি পেলো সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফার ‘গণ্ডি’ চলচ্চিত্রের ট্রেইলার
আপনারা যারা হতাশ যে কলকাতার অফট্রাক সিনেমার মতো আমাদের সিনেমা হয় না কেন, তাদের জন্য এই সিনেমাটি হবে হয়তো মাস্ট watching সিনেমা।
Gondi Bangla Cinema (গন্ডি) |
হল লিস্ট দেখুনঃ
|
|
ট্রেইলার দেখুন
↓↓↓↓↓↓
প্রথমবারের মত বাংলাদেশের চলচ্চিত্রে একসাথে দেখা যাবে বাংলাদেশের সিনেমা ও নাটক জগতের বিশিষ্ট্য অভিনেত্রী সুবর্না মুস্তাফা ও কলকাতার ফেলুদা খ্যাত জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। এই সিনেমায় তাদের দেখা যাবে দুজন বন্ধু হিসেবে। আমাদের সমাজে ছেলে মেয়েদের বন্ধুত্ব নিয়ে এমনিতেই অনেক গন্ডি আছে তার পরে তা যদি হয় মধ্য বয়সের দুইজন পুরুষ মহিলা নিজেদের মত করে সময় দিচ্ছে আড্ডা দিচ্ছে তখন সমাজ ফ্যামিলি মেনে নিতে পারে না যেখানে হাজারো গন্ডি বাসা বাধে। এই সিনেমায় দেখানো হবে এমনি মধ্য বয়সের দুজন পুরুষ ও মহিলা যারা একে অপরের বন্ধু হিসেবে নিজেদের মধ্য কিছু সময় কাটাচ্ছে যা নিয়ে নিজেদের ছেলে মেয়েদের মধ্য সৃষ্টি হচ্ছে কিছু অস্বস্তি। এই সিনেমার প্রধান প্রতিপাদ্য বিষয় হলোঃ বন্ধু সবুজ চিরদিন, বন্ধুত্বের কোনো বয়স নেই-সরল, সুন্দর এই সম্পর্ক যেন মানে না কোনো গণ্ডি।
মুক্তি পেলো ‘গণ্ডি’ চলচ্চিত্রের ট্রেইলার।
বন্ধুত্বের ছোটখাটো সরল গল্প নিয়েই আসছে Freedom নিবেদিত চলচ্চিত্র ‘গণ্ডি‘।
অভিনয়েঃ সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ
· পরিচালনাঃ ফাখরুল আরেফীন
· প্রযোজনাঃ ইশরাত সুলতানা এবং ফাখরুল আরেফীন
· কার্যনির্বাহী প্রযোজনাঃ সাইফুল ফারদিন
· চিত্রগ্রহণঃ রানা দাসগুপ্ত ও কুশাল শেস্ট্রা
· সঙ্গীত পরিচালনাঃ দেবজ্যোতি মিশ্র & দীপ-লয়
· আবহ সঙ্গীতঃ দেবজ্যোতি মিশ্র
· সম্পাদনাঃ মুস্তফা প্রকাশ
· সহকারী পরিচালকঃ শরিফুল ইসলাম
· শিল্প নির্দেশনাঃ মাজহারুল ইসলাম বসু
· পোশাক পরিকল্পনাঃ সাফিয়া সাথী
· পোস্ট প্রডাকশন সুপারভাইজারঃ বায়েজীদ প্রিন্স
· লাইন প্রডিউসারঃ রাহাদ শেখ
প্রিয় জানালার পক্ষ থেকে গন্ডি সিনেমার জন্য শুভকামনা রইলো।