moviespriyojanala blog
তেলেগু ২টি সিনেমায় ভিলেন চরিত্রে যীশু সেনগুপ্ত!! *দেখুন ট্রেলার সহ বিস্তারিত :: Jisshu Sengupta
ভারতীয় বাংলা সিনেমায় যিশু সেনগুপ্ত জনপ্রিয় ও পরিচিত এক নাম। যেকোন চরিত্রেয় দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। নৌকাডুবি সিনেমা থেকে শুরু করে ব্যোমকেশ, এক যে ছিল রাজা সহ বিভিন্ন সিনেমায় তাকে বিভিন্ন চরিত্রে দেখা গেছে। তবে ভারতীয় বাংলা সিনেমায় তাকে খল চরিত্রে সেভাবে না দেখা গেলেও সাউথ সিনেমা তথা তেলেগু সিনেমায় পরপর দুইটি সিনেমায় তাকে খল চরিত্রে দেখা যাবে! যার মধ্যে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত নাগা শৌর্য্য অভিনীত তেলুগু মুভি ‘Ashwathama’-তে যীশু মূল ভিলেন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। আপকামিং তেলেগু সিনেমা জনপ্রিয় নায়ক নিথিনের ‘Bheesma’ সিনেমার ট্রেইলার আজ রিলিজ পেলো। ট্রেলারে যীশু সেনিগুপ্ত কে একজন স্মার্ট খলনায়ক হিসেবে দেখা গেছে। সিনেমাটি আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে।
তেলুগু সিনেমা মুভি ‘Bheesma’ সিনেমার ট্রেলার দেখুন!
↓↓
নাগা শৌরিয়ার নতুন তেলুগু এ্যাকশন হার্ড-কোর থ্রিলার মুভি Aswathama (আসওয়াতমা) রিলিজ হলো ৩১ জানুয়ারি ২০২০ তারিখে যেখানে প্রথমবারে সাউথ ইন্ডিয়ান সিনেমায় ভিলেন চরিত্রে দেখা গেছে কলকাতার যীশু সেনগুপ্ত । যীশু সেনগুপ্ত সাইকো রেপিস্ট রোলে যীশু নাকি ভয়াবহ পারফর্ম করেছে । ৩১ জানুয়ারি ২০২০ সিনেমা মুক্তির পর থেকে সকল রিভিউয়ার ভিলেন চরিত্রে যীশু সেনগুপ্তের প্রশংসা করেছেন। ডিরেক্টর যীশুকে সিনেমায় সারপ্রাইজ প্যাকেজ হিসাবে রাখতে চেয়েছে তাই ট্রেলার ও পোস্টারে তেমনভাবে হাইলাইট করেনি। এর পূর্বে যীশু সেনগুপ্ত কে তেলেগু সিনেমা এনটিআর এর বায়োপিক সিনেমায় একজন সিনেমা পরিচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন।
তেলুগু এ্যাকশন হার্ড-কোর থ্রিলার মুভি Aswathama (আসওয়াতমা) সিনেমার ট্রেলার দেখুন!
↓↓↓
PRIYOJANALA