priyojanala blog
বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমায় নাম-ভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ!
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবননির্ভর কাহিনিচিত্র (বায়োপিক) নির্মিত হতে যাচ্ছে, তাতে নাম-ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের চিত্রতারকা আরিফিন শুভ।
বঙ্গবন্ধুর ভূমিকায় তার নাম চূড়ান্ত হওয়ার পরই আরিফিন শুভ ভারতের মুম্বাইতে উড়ে গিয়েছেন এবং সেখানে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ছবিটির পরিচালক শ্যাম বেনেগালের উপস্থিতিতে চুক্তিপত্রেও সই করেছেন।
৩৫ কোটি টাকা বাজেটের এই সিনেমায় বাংলাদেশ সরকার ৬০% ও ভারত সরকার ৪০% প্রদান করবে।
ইতি মধ্যে দিলারা জামান, তৌকির আহমেদ, ফজলুল হক বাবু ও নাবিলা এই সিনেমায় অভিনয় করবে বলে জানা গেছে।
সংবাদ সূত্র- বাংলা ট্রিবিউন