priyojanala blog

১০ দিন বাংলাদেশে গণপরিবহনে লকডাউন ঘোষণা। চলবেনা বাস লঞ্চ ও ট্রেন ।

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল টানা ১০ দিন বাংলাদেশে গণপরিবহনে লকডাউন ঘোষণা করা হয়েছে।  
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল টানা ১০ দিন বাংলাদেশে কোণ গণপরিবহন চলবে না।
ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহি যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। 
আজ থেকেই সারাদেশে নৌপথে লঞ্চ, ছোট নৌকাসহ সব ধরণের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকলেও এই সময়ে হাসপাতাল, ফার্মেসি, খাদ্যপণ্যের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে।
আজ থেকে সব ধরণের ট্রেনের টিকেট বিক্রিও বন্ধ রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫৭টি লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সকাল থেকেই ২৫৭টি ট্রেন বন্ধ রাখা হয়েছে। আগামীকাল থেকে আরও পাঁচটি লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  
তবে চলবে পণ্যবাহী নৌযান  মালবাহী ট্রেন 

১০ দিন বাংলাদেশে গণপরিবহনে লকডাউন ঘোষণা। চলবেনা বাস লঞ্চ ও ট্রেন ।

Back to top button