Entertainmentpriyojanala blog
অবাক করা দামে হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা নিলামে বিক্রি! করোনাভাইরাস মোকাবিলায় অর্থ সংগ্রহ
![অবাক করা দামে হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা নিলামে বিক্রি! করোনাভাইরাস মোকাবিলায় অর্থ সংগ্রহ 1 অবাক করা দামে হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা নিলামে বিক্রি! করোনাভাইরাস মোকাবিলায় অর্থ সংগ্রহ](https://priyojanala.com/wp-content/uploads/2023/05/PriyoJanala.png)
করোনাভাইরাস মোকাবিলায় অর্থ সংগ্রহে অবাক করা দামে হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা নিলামে বিক্রি!
করোনাভাইরাস মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য খ্যাতিমান প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা নিলামে উঠেছে।
হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম চশমাটি নিলামে তুলেছিলেন । হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় তার চশমাটি কিনে নিয়েছেন।
![]() |
Humayun Faridi Eyeglass Bid – 325012 Taka |
৩০শে এপ্রিল ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে লাইভে হুমায়ুন ফরিদীর চশমা নিলামে তোলা হয়। লাইভ অনুষ্টানে অংশ নেন হুমায়ুন ফরীদির মেয়ে শারারাত ইসলাম সহ কিছু অভিনেতাগণ।
এক ঘণ্টার নিলাম লাইভ অনুষ্ঠান রাত ১১টায় শুরু হয়ে শেষ হয় ১২ টায়। শুরুতে বিড শুরু হয় ১ লাখ টাকায়। এরপর তা থামে ৩ লাখ ২৫ হাজার ১২টায়। নিলামজয়ী ব্যক্তি তার নাম, পরিচয় গোপন রাখেন।
জানা যায়, নিলামে প্রাপ্ত পুরো অর্থ ব্যয় হবে করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায়।
এর আগে সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল নিলামে তোলেন তাদের স্মৃতিমাখা জিনিস।