মেধাবিদের প্রতি আকর্ষিত হচ্ছেন? আপনি স্যাপিওস্যাক্সুয়াল নন তো? Sapiosexual
মেধাবিদের প্রতি আকর্ষিত হচ্ছেন? আপনি স্যাপিওস্যাক্সুয়াল নন তো?
স্বাভাবিক ভাবেই মানুষ যখন প্রেমে পড়েন তখন বাহ্যিক সৌন্দর্য,চরিত্র,সামাজিক অবস্থান,কথা বলার ধরণ ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেন।
তবে এমন কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র বুদ্ধিমত্তা দেখে প্রেমে পড়েন। বিজ্ঞানের ভাষায় তাদের Sapiosexual বলা হয়।
তাদের কাছে মুখ্য বিষয় থাকে ওই মানুষটির মেধা,গভীর চিন্তাশক্তি,কৌতুহলী মনোভাব,চলমান সমাজ ব্যবস্থাকে প্রশ্ন করার মানসিকতা ইত্যাদি।
স্যাপিওসেক্সুয়ালরা বিভিন্ন ধরণের আলোচনা থেকে রসদ সংগ্রহ করে থাকেন এবং সবসময়ই নতুন কিছু শিখতে চেষ্টা করেন।
Sapiosexual |
তারা মনে করেন আকর্ষণ মূলত শরীরে নয় বরং মেধায় লুকিয়ে থাকে।যেহেতু,বাহ্যিক সৌন্দর্য এদের আকৃষ্ট করে না তাই প্রেমে পড়তে বেশ সময় লাগে যার দরুন বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমে বন্ধুত্ব হয়।
স্যাপিওদের কাওকে পছন্দ মানে সত্যিই পছন্দ এবং তা দীর্ঘদিনের জন্য।।কারণ,তারা সহজে কারো প্রেমে পড়েন না।
বেশিরভাগ স্যাপিওদের সম্পর্কের শুরু বন্ধুত্ব দিয়ে হয় বলে প্রেম প্রথমে থাকে না।পরবর্তীতে,প্রেমে পড়ার পর বন্ধু এটি কীভাবে নেবেন তা নিয়ে সন্দেহ থাকায় বলবেন নাকি বলবেন না এটা নিয়ে সংশয়ে ভোগেন।
স্যাপিওরা মূলত অতিরিক্ত চিৎকার-চেঁচামেচি,মেজাজ দেখানো এবং নিজের বোকামির পরিচয় দেয় এমন মানুষদের একদমই দেখতে পারেন না।পক্ষান্তরে,যারা জটিল পরিস্থিতিতে মেজাজ না হারিয়ে শান্তভাবে সমাধানের চেষ্টা করেন এবং নিজের অনুভূতিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারেন এমন মানুষ এদের খুবই পছন্দ।
বন্ধুর সংখ্যা কম এবং খুব অল্প সংখ্যক মানুষের সাথে এদের ঘনিষ্ঠতা।নিজের গন্ডিতে থাকতেই সাচ্ছন্দ্য বোধ করেন,নিজেকে সময় দেন যার কারণে আশেপাশের অনেকে অহংকারি বলে ভুল করেন।
স্যাপিওসেক্সুয়ালরা Puzzle কিংবা ধাঁধাঁর সমাধান করতে সবসময়ই আগ্রহী এবং ৩০সেকেন্ডের কম সময়ে রুবিক্স কিউব সলভ করতে পারেন।
এরা খুবই জ্ঞানী হয় যার কারণে জ্ঞানীকেই নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন।কেননা,একমাত্র জ্ঞানীই জ্ঞানীর কদর বোঝেন।
এদের অন্তত একটি বিষয়ে বিশেষ ধরণের দক্ষতা থাকে যার কারণে তাদের সবার চেয়ে আলাদা,অনন্য একজন বোঝায়।
স্যাপিওস্যাক্সুয়ালরা কখনই সুন্দর চেহারা দেখে তাকে পাওয়ার কামনা করে না।
লেখিকাঃ লামিয়া সুলতানা তাযকিয়া