copa2021footballsports

মেসির গোলেও জিততে পারল না আর্জেন্টিনা!

 

মেসির গোলেও জিততে পারল না আর্জেন্টিনা!

গত ১৫ বছরে ৩ বার কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা ছাড়াই শূন্য হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালের ফাইনালে হেরেছে মেসির আর্জেন্টিনা যেখানে চিলির কাছে হেরেই শিরোপাবঞ্চিত হয়েছিল ২০১৫ ও ২০১৬ পর পর দুই বছর। সেই চিলির সাথেই কোপা আমেরিকার গ্রুপ বি এর প্রথম ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছে।    

শুরু থেকেই চিলিকে চাপে রাখে আর্জেন্টিনা। আর্জেন্টাইনরা ৩৩তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায়।মেসি অসাধারণ এক ফ্রি-কিকে টপ কর্নার দিয়ে লক্ষ্যভেদ করেন।  

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা তবে ৫৬তম মিনিটে কপাল খুলে চিলির। নিজেদের বক্সে চিলির ভার্গাসকে ফেলে দেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো।

ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি শট নেন চিলির আর্তুরো ভিদাল। কিন্তু ভিদালের শট প্রথমে ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। কিন্তু ফিরতি শটে লক্ষ্যভেদ করেন এদুয়ার্দো ভার্গাস।১-১ সমতায় ফেরার পর চিলির আক্রমণের ধার বেড়ে যায়। বাকি সময় কার্যত কোনো দলই তেমন কোনো আক্রমণ শানাতে না পারলে ড্রয়ে শেষ হয় ম্যাচ। 

মেসির গোলেও জিততে পারল না আর্জেন্টিনা!


এই ড্রয়ের পরও ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান আর্জেন্টিনার। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে চিলি

Back to top button