১৪ বছর পর কোপার ফাইনালে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা !!
দক্ষিণ আমেরিকানদের ফুটবলযুদ্ধ মানেই ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ আর সেই যুদ্ধের সেনা যখন নেইমার ও মেসি তবে তো আর কথাই নেই!
কোপায় প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ব্রাজিল। সুযোগ মিস ও পেরুর গোলকিপারের দুর্দান্ত সেভের কারনে লিড নিতে পারছিলোনা ব্রাজিল। রিচার্লিসন ও নেইমারের উদ্দেশ্য করে পাকুয়েতার বাড়ানো পাস ছিলো অসাধারন। মিডে পাকুয়েতা আজ দুর্দান্ত! ৩৪ তম মিনিটে নেইমারের দুর্দান্ত এ্যাসিস্টে পাকুয়েতার গোলে জয় পায় ব্রাজিল। ম্যাচ সেরা হয়েছেন নেইমার।
কোপার দ্বিতীয় সেমিফাইনালে বুধবার নির্ধারিত সময় পর্যন্ত খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। আসলে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে আলবিসেলেস্তেদের ফাইনালে তোলার মূল নায়ক এই গোলরক্ষক। ম্যাচ সেরা হয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
২০১৬ সালের পর এই প্রথম কোপার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় তারা ১৫তম কোপা জেতার স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ২০০৭ সালে কোপার ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা।
এবারের কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী সেলেকাও বনাম আলবিসেলেস্তের মুখোমুখি।
শুধু দক্ষিন আমেরিকা নয় বাংলাদেশের দর্শকদের মধ্যেও শুরু হয়েছে উত্তেজনা। ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারগণ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে ফেইসবুকে ঝড় তুলছেন। কেউ কেউ নিজেদের অতীত রেকর্ড নিয়ে একে অপরকে উসকে দিচ্ছেন। তবে শেষ হাঁসি কারা হাসবে তা বোঝা যাবে ১১ জুলাই রবিবারের ফাইনাল ম্যাচের ফলাফলে।
আর্জেন্টিনা বনাম ব্রাজিল শিরোপার পরিসংখ্যান
প্রধান শিরোপা | আর্জেন্টিনা | ব্রাজিল |
বিশ্বকাপ | ২ | ৫ |
অলিম্পিক স্বর্ণ | ২ | ১ |
কোপা আমেরিকা | ১৪ | ৯ |
কনফেডারেশন্স কাপ | ১ | ৪ |
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ | ৬ | ৫ |
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ | ০ | ৪ |
মোট | ২৫ | ২৮ |
এখন পর্যন্ত কোপা আমেরিকা ২০২১ সর্বোচ্চ গোলদাতা হিসেবে এগিয়ে মেসি যিনি মোট ৪টি গোল করেছেন। ৩ গোল করেছেন – মার্টিনেজ– আর্জেন্টিনা । এছাড়া ২ গোল করে ৩য় স্থানে রয়েছেন আর্জেন্টিনা- পাপু গোমেস, বলিভিয়া- আরউইন সাভেদ্রা, ব্রাজিল- নেইমার। চিলি- এদুয়ার্দো ভারগাস, ইকুয়েডর- আইর্তোন প্রেসিয়াদো, প্যারাগুয়ে- আনহেল রোমেরো, পেরু- আন্দ্রে কারিয়ো , উরুগুয়ে- এদিনসন কাভানি।
কোপা আমেরিকা ২০২১ ফাইনাল ম্যাচ- ১১ জুলাই, রবিবার সকাল ৬টায়।
ফাইনালে আর্জেন্টিনা দলে যারা খেলবে-
গোলরক্ষক: আগস্টিন মার্চেসিন, এমিলিয়ানো মার্টিনেজ, জুয়ান মুসো, ফ্রাঙ্কো আরমানি
ডিফেন্ডাররা: নিকোলাস টেগলিয়াফিকো, জার্মান পেজেলা, জোস লুইস পালোমিনো, নিকোলাস ওটামেণ্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, লিসান্দ্রো মার্তিনেজ, জুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিল
মিডফিল্ডাররা: মার্কোস অ্যাকুনা, জোউকিন কোরিয়া, রদ্রিগো দে পল, অ্যাঞ্জেল ডি মারা, নিকোলাস ডোমঙ্গুয়েজ, জিওভান্নি লো সেলসো, গুইডো রদ্রিগেজ, লুকাস ওকাম্পোস, এক্সিকিউয়েল প্যালাসিয়োস, লিয়ান্ড্রো পেরেডেস
ফরোয়ার্ড: লিওনেল মেসি, এমিলিয়ানো বুন্দিয়া, লুকাস আলারিও, সার্জিও আগুয়েরো, আলেজান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল কোরিয়া, নিকোলাস গঞ্জালেজ, লাউটারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ
ফাইনালে ব্রাজিল দলে যারা খেলবে-
গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ওয়েভারটন
ডিফেন্ডাররা: এমারসন, ড্যানিলো, অ্যালেক্স স্যান্ড্রো, রেনান লোদি, এদার মিলিটাও, লুকাস ভেরিসিমো, মারকুইনহোস, থিয়াগো সিলভা
মিডফিল্ডাররা: ক্যাসেমিরো, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েটা
ফরোয়ার্ডস: এভারটন, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল বার্বোসা, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, রিচারলিসন, ভিনিসিয়াস জুনিয়র
ক্রিকেট, ফুটবল, বাংলা সংবাদ, হেলথ টিপস, টেকনোলোজি টিপস, বাংলা ব্লগ, বিভিন্ন তথ্যমূলক প্রতিবেদন, পড়াশুনা সহ নতুন সিনেমা/নাটক/ওয়েব সিরিজ সংবাদ/ বাংলা রিভিউ/গল্প ব্যাখ্যা/বাংলা সাবটাইটেল পেতে আমাদের ফেইসবুক পেইজের সাথে থাকুন।