BANGLADESH vs ZIMBABWE 1st ODI Match Report | LIVE
১ম ওয়ানডেতে বাংলাদেশের ১৫৫ রানের বিশাল জয়
তামিম ইকবাল এর নেতৃত্বে টসে হেরে প্রথমে ব্যাটিং এ নামেন বাংলাদেশ। ইনজুরির কারনে দলে নেই মোস্তাফিজুর রহমান ও দেশে ফিরে আসায় দলে নেই মুশফিকুর রহীম। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছে আরেক পেসার শরিফুল ইসলাম। দলের ৪ নাম্বারে ব্যাটিং করা মুশফিক না থাকায় তাঁর স্থানে দলে সুযোগ পেয়েছে মোহাম্মদ মিঠুন।
এছাড়া ওয়ানডে স্কোয়াড থেকে প্রথম ওয়ানডে তে সুযোগ পান নি নাইম শেখ ,নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।
টসঃ জিম্বাবুয়ে টস জিতে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে লাইভ ক্রিকেট ম্যাচ
ম্যাচ রিপোর্টঃ
টসে হেরে প্রথমে ব্যাটিং এ নামেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। প্রথমেই তামিম ইকবাল ও লিটন দাস ওপেনিং জুটি গড়ায় ব্যর্থ হন ম্যাচের ৩য় ওভারে তামিম ইকবালের ০ রানে আউট হওয়ার জন্য। প্রথম দুই ওভার জিম্বাবুয়ে বিপক্ষে কোন রান নিতে ব্যর্থ হয় দুই ওপেনার। ৩য় ওভারের প্রথম বলেই কিপারে ক্যাচ দিয়ে ৭ বলে ০ রানে ফিরে যায় দলের অধিনায়ক তামিম ইকবাল। তামিম ফিরে যাওয়ার পরে ক্রিজে নামেন সাকিব আল হাসান যে তাঁর ইনিংস শুরু করেন চারের মাধ্যমে। সাকিব প্রথম থেকেই কিছুটা মারমুখি হলেও ইনিংস বড় করতে পারেন নি ২৫ বলে ১৯ রান করে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। এরপরে ক্রিজে নামেন মোহাম্মদ মিঠুন যিনি শুরুতেই মারমুখি ব্যাট চালাচ্ছিলেন কিন্তু তিনিও ব্যর্থ হন ১৯ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান। লিটন দাস কে দেখা যাচ্ছে ধীরে বুঝে ব্যাট করতে দেখা যাচ্ছে। বাজে শট খেলে মিঠুনের পথ ধরলেন মোসাদ্দেকও! মোসাদ্দেক হোসেন সৈকত প্রস্তুতি ম্যাচে ভাল রান করলেও আজকে তিনি ব্যর্থ হয়েছেন আজ মাত্র ১৫ বলে ৫ রান করে ফিরে গিয়েছেন। বর্তমানে ৪ উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ। ক্রিজে আছেন লিটন দাস ও মাহমুদঊল্লাহ রিয়াদ। লিটন দাস তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ ফিফটি পান ৭৬ বলে খেলে। ৩৪ ওভারে ১৫০ পার করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৫২ বলে ৩৩ রান করেন আউট হয়ে যান। নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন। লিটন দাসের ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি লাভ করেন ১১০ বলে! সেঞ্চুরি পেতে চার মারেন ৮টি। সেঞ্চুরির পরে ১০২ রানে আউট হন লিটন দাস। ক্রিজে নামেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী ও আফিফ মিলে শেষ ৭ ওভার ভাল রান গড়েন কিন্তু ৪৮ তম ওভারে পর পর তিন বলে ২৫ রানে ২৬ রান করে আউট হন মিরাজ , ৩৫ বলে ৪৫ রানে আউট হন আফিফ হোসেন ও রান আউট হন তাসকিন আহমেদ। সাইফউদ্দিন ৬ বলে ৮ রান করে নটআউট থাকেন। জিম্বাবুয়ের ম্যাচ জয় লাভ করতে দরকার ৫০ ওভারে ২৭৭ রান।
সাকিবের স্পিন ঘূর্নির জাদুতে জিম্বাবুয়ে মাত্র ১২১ রানে অলআউট! ওডিআই ক্রিকেটে ৩য় বারের মত ৫ উইকেট লাভ করলেন সাকিব আল হাসান।
মাশরাফিকে পিছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান – ২৭৪ উইকেট
রান স্কোরঃ
বাংলাদেশ ২৭৬/৯ (৫০ ওভার)
তামিম ইকবাল – ০(৭) আউট
লিটন দাস ১০২ (১১৫) আউট
সাকিব আল হাসান – ১৯(৩৫) আউট
মোহাম্মদদ মিঠুন – ১৯ (১৯) আউট
মোসাদ্দেক হোসেন- ৫ (১৫) আউট
মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ (৫২) আউট
আফিফ হোসেন ৪৫ (৩৫) আউট
মেহেদী হাসান মিরাজ ২৬ (২৫) আউট
সাইফউদ্দিন ৮(৬)*
তাসকিন আহমেদ ১(১) আউট
শরিফুল ইসলাম ০(১) *
বোলিং স্কোরঃ
ব্লেসিং মুজারবানি – ২ উইকেট
টেন্ডাই চাতারা – ১ উইকেট
রিচার্ড এনগারাভা – ২ উইকেট
লুকা জঙ্গি- ৩ উইকেট
জিম্বাবুয়ে ১২১/১০ (২৮.৫ ওভার)
চাকাভা ৫৪
টেইলর ২৪
বোলিং স্কোরঃ
সাকিব ৩০/৫
👉জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক ও ব্যাটার)
লিটন দাস (উইকেটকিপার ও ব্যাটার)
মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার ও ব্যাটার)
সাকিব আল হাসান (ব্যাটার ও স্পিন)
মাহমুদউল্লাহ (ব্যাটার ও স্পিন)
মোসাদ্দেক হোসেন (ব্যাটার ও স্পিন)
আফিফ হোসেন (ব্যাটার ও স্পিন)
মেহেদি হাসান মিরাজ (ব্যাটার ও স্পিন)
সাইফউদ্দিন (ব্যাটার ও পেসার)
তাসকিন আহমেদ (পেসার)
শরিফুল ইসলাম (পেসার)