বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আজ বিকাল সাড়ে চারটায়।
উইকেট বিবেচনায় এই ম্যাচেও ব্যাটসম্যানদের দাপট দেখা যেতে পারে।
তারুণ্যনির্ভর স্কোয়াড থেকে একাদশ সাজানোর ক্ষেত্রে গুরুত্ব পাবে অভিজ্ঞতাও। অভিষেক হতে পারে তরুণ অলরাউন্ডার শামিম হোসেন পাটোয়ারির।
ওপেনিং করতে পারে লিটন দাস ও নাঈম শেখ।
অলরাউন্ডার হিসেবে একাদশে সুযোগ দেয়া হতে পারে সৌম সরকারকে।
এছাড়া সাকিব আল হাসানের সাথে স্পিন বিভাগে দেখা যেতে পারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসানের মত তরুণদের।
দলে নেই তামিম ও মুশফিক।
১ম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের একাদশ!
বর্তমানেদলে থাকা ৪ জনঅভিজ্ঞ ব্যাটসম্যানদের টি–টোয়েন্টি ক্যারিয়ার 👇
লিটন দাসের টি-টোয়েন্টি ক্যারিয়ার
👉জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ (অধিনায়ক) (ব্যাটার ও স্পিন)
তামিম ইকবাল (ব্যাটার)
নাইম শেখ (ব্যাটার)
লিটন দাস (উইকেটকিপার ও ব্যাটার)
সাকিব আল হাসান (ব্যাটার ও স্পিন)
সৌম্য সরকার (ব্যাটার ও পেসার)
আফিফ হোসেন (ব্যাটার ও স্পিন)
শামিম হোসেন পাটোয়ারি (ব্যাটার ও স্পিন)
নুরুল হাসান সোহান (উইকেটকিপার ও ব্যাটার)
নাসুম আহমেদ (স্পিন)
মাহাদি হাসান (ব্যাটার ও স্পিন)
আমিনুল ইসলাম বিপ্লব (স্পিন)
সাইফউদ্দিন (ব্যাটার ও পেসার)
মোস্তাফিজুর রহমান (পেসার)
তাসকিন আহমেদ (পেসার)
শরিফুল ইসলাম (পেসার)
Bangladesh vs Zimbabwe 1st T20 Live 👇
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের খেলার সূচি
👇👇
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ১ম টি-টোয়েন্টি: ২২ জুলাই (বিকাল ৪.৩০)
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ২য় টি-টোয়েন্টি: ২৩ জুলাই
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৩য় টি-টোয়েন্টি: ২৫ জুলাই (বিকাল ৪.৩০)