আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ফিক্সচার ICC T20 World Cup 2021 Fixture
টি২০ বিশ্বকাপ ২০২১ ফিক্সচার – কোথায় হবে টি২০ বিশ্বকাপ ২০২১
আসন্ন টি২০ বিশ্বকাপ ২০২১ বাংলাদেশ ও শ্রীলংকা সরাসরি সুপার-১২ তে খেলতে পারবেনা। তাদের রাউন্ড-১ খেলে চ্যাম্পিয়ন অথবা রানার্সআপ হয়ে সুপার-১২ তে সুযোগ পেতে হবে। বাংলাদেশের সুপার-১২ তে সুযোগ পেতে ৩ দলের সাথে টি-টোয়েন্টি লড়তে হবে। দলগুলো হলো- স্কটল্যান্ড, পাপুয়ানিউগিনি ও ওমান। বাংলাদেশ যদি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় তাহলে বাংলাদেশ সুপার-১২ এর গ্রুপ বি’তে সুযোফ পাবে যেখানে বাংলাদেশের খেলতে হবে শক্তিশালী ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও রাউন্ড-১ এর গ্রুপ-এ রানার্সআপ কোন এক দলের সাথে।
রাউন্ড-১
গ্রুপ এ- শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া
গ্রুপ বি- বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান
সুপার-১২
গ্রুপ-১ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, রাউন্ড-১ এর গ্রুপ এ চ্যাম্পিয়ন, রাউন্ড-১ এর গ্রুপ বি রানার্সআপ
গ্রুপ-২ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, রাউন্ড-১ এর গ্রুপ বি চ্যাম্পিয়ন, রাউন্ড-১ এর গ্রুপ এ রানার্সআপ
টি২০ বিশ্বকাপ সুপার ১২
গ্রুপ ১ | গ্রুপ ২ |
ইংল্যান্ড | ভারত |
অস্ট্রেলিয়া | পাকিস্তান |
দক্ষিন আফ্রিকা | নিউজিল্যান্ড |
ওয়েস্ট ইন্ডিজ | আফগানিস্তান |
রাউন্ড-১ এর গ্রুপ এ চ্যাম্পিয়ন | রাউন্ড-১ এর গ্রুপ বি চ্যাম্পিয়ন |
রাউন্ড-১ এর গ্রুপ বি রানার্সআপ | রাউন্ড-১ এর গ্রুপ এ রানার্সআপ |
টি২০ বিশ্বকাপ রাউন্ড- ১
গ্রুপ এ | গ্রুপ বি |
শ্রীলংকা | বাংলাদেশ |
আয়ারল্যান্ড | স্কটল্যান্ড |
নেদারল্যান্ড | পাপুয়া নিউগিনি |
নামিবিয়া | ওমান |
আইসিসি টি২০ বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারনে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। টুর্নামেন্ট শুরু হতে পারে ১৭ অক্টোবর ২০২১ এবং ফাইনাল খেলা হতে পারে ১৪ নভেম্বর ২০২১৪। আরব আমিরাত ও ওমানে টি২০ বিশ্বকাপ আয়োজিত হলেও টি২০ বিশ্বকাপ আয়োজনের পুরো দায়িত্ব থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছেই।
টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে :
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, আবু ধাবি,শারজাহ ক্রিকেট গ্রাউন্ড ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ।