bangla newscronavirius
কঠোর লকডাউনের বিধিনিষেধ বাড়ল ১৪ জুলাই পর্যন্ত
বিধিনিষেধ বাড়ল ১৪ জুলাই পর্যন্ত
করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপের সময়সীমা ১৪ জুলাই পর্যন্ত বর্ধিতকরণ সংক্রান্ত।
গত ১ জুলাইয়ের কঠোর লকডাউনের প্রজ্ঞাপনে যা ছিল-
**কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী।
** সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
**স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খোলা থাকবে।
** ব্যাংকিং সেবার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।
** খাবারের দোকান সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত খোলা।
** শপিংমল ও গণপরিবহন বন্ধ থাকবে
ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কঠোর লকডাউন বাস্তবায়ন করতে বৃহস্পতবিার (১ জুলাই) থেকে মাঠে থাকছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা।