ArgentinaBrazilFIFAworldcup2022footballsports

বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি

বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি

২০১৮ সাল পেরিয়ে ৪ বছর পরে আবারো ফিফা ওয়ার্ল্ড কাপের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২১ নভেম্বর। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ২২ তম ফিফা বিশ্বকাপ আসর নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার কমতি নেই, বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সাপোর্টারদের মধ্যে। প্রিয় দুই দল নিয়ে সমর্থকদের মধ্যে কথার লড়াই ও সোশ্যাল মিডিয়ায় ট্রলের লড়াইও চলে পুরাদমে। ব্রাজিল ও আর্জেন্টিনা দল নিয়ে মাতামাতির অন্ত নেই বাংলাদেশিদের মাঝে।

এবারের বিশ্বকাপে ৩২ টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামবে, সেক্ষেত্রে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপ থেকে বিদায় নিবে দুইদল। গ্রুপ পর্বের লড়াই শেষে শুরু হবে রাউন্ড অব-১৬ এর নক আউট পর্ব যেখানে ভুলের কোন ক্ষমা নেই, হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। রাউন্ড অব ১৬ এর নক আউট পর্বে বিদায় নিবে ৮ দল এবং জয়ী ৮ দল পৌছে যাবে স্বপ্নের কাছাকাছি কোয়ার্টার ফাইনালে যেখানে রাউন্ড অব ১৬ এর মতই ভুলের ক্ষমা একদমই নেই, হারলেই বিদায় নিতে হবে ট্রফির কাছাকাছি এসে। কোয়ার্টার ফাইনাল জয়ী ৪ দল পৌছে যাবে স্বপ্নের একবারে কাছাকাছি মাত্র একটি বাঁধা অতিক্রম করলেই ফুটবল ইতিহাসে নাম লেখার সুযোগ, চ্যাম্পিয়ন নয়তো রানার্স-আপ। 

বাংলাদেশ সময় অনুযায়ী বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি


কোয়ার্টার ফাইনাল বিজয়ী চার দল ১৪ ও ১৫ ডিসেম্বর সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে।

এরপর ১৭ ডিসেম্বর সেমিফাইনালে বাদ পড়াদের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপরের দিন অর্থ্যাত ১৮ ডিসেম্বর ফাইনালের মাধ্যমে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থএর ২২তম আসরের পর্দা নামবে।

ভিডিওতে দেখুন এই প্রতিবেদনটি 

এবারের কাতার বিশ্বকাপ ২০২২ এর আর্জেন্টিনার ম্যাচসূচি:

এবারের কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ-  সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

১ম ম্যাচ (২২ নভেম্বর) : আর্জেন্টিনা বনাম সৌদি আরব- ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা।

২য় ম্যাচ (২৭ নভেম্বর) : আর্জেন্টিনা বনাম মেক্সিকো- ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা।

৩য় ম্যাচ (১ ডিসেম্বর) : আর্জেন্টিনা বনাম পোল্যান্ড- ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা।

এবারের কাতার বিশ্বকাপ ২০২২ এর আর্জেন্টিনার ম্যাচসূচি:

 এবারের কাতার বিশ্বকাপ ২০২২ এর ব্রাজিলের ম্যাচসূচি:

এবারের কাতার বিশ্বকাপ ‘জি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ-  সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

১ম ম্যাচ (২৫ নভেম্বর) : ব্রাজিল বনাম সার্বিয়া- ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা।

২য় ম্যাচ (২৮ নভেম্বর) : ব্রাজিল বনাম সুইজারল্যান্ড- ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা।

৩য় ম্যাচ (৩ডিসেম্বর) : ব্রাজিল বনাম ক্যামেরুন- ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা।

এবারের কাতার বিশ্বকাপ ২০২২ এর ব্রাজিলের ম্যাচসূচি:

 বিদ্রঃ কিছু খেলা রাত ১ টায় হওয়ার কারনে তারিখ নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পরতে পারে। ২৭ নভেম্বর রবিবার রাত ১ টা কে অনেকেই ২৬ নভেম্বর শনিবার ভাববে। আসলে ২৬ নভেম্বর শনিবার রাত ১২ টার পরেই ২৭ তারিখ রবিবার শুরু হবে।  তাই বলা যায় যে ২৭ নভেম্বর হলো ২৬ নভেম্বর শেষ হওয়া মধ্য রাত।   

   প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ,  চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।   

Back to top button