আসছে রায়হান রাফীর “দামাল” – ট্রেলার দেখে নেটদুনিয়ায় হইচই

দূর্দান্ত ট্রেইলার রিলিজ, আসছে রায়হান রাফীর “দামাল”
পরাণে হাওয়া থামতে না থামতেই নতুন চমক নিয়ে আসতে যাচ্ছেন “পরাণ” খ্যাত পরিচালক রায়হান রাফী।
২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে রাজ-মীম অভিনীত ‘দামাল’। “দামাল” সিনেমায় মীম-রাজ ছাড়াও আছেন আরও বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে অন্যতম সিয়াম আহমেদ। আছেন সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ। আজ ১৬ আগস্ট রিলিজ পেয়েছে “দামাল” এর ট্রেইলার।
২ মিনিটের ট্রেইলারেই ঝড় তুলেছে “দামাল”। বাংলা সিনেমার এমন অসাধারণ কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি দেখে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন নেটিজেনরা। ট্রেইলারে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েজ অসাধারণ বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। সিনেমার ভয়েজ ন্যারেশন- সাউন্ড খেলা হোক বা যুদ্ধের ময়দান, কেউ কাউরে নাহি ছাড়ে, যদি যায় যাক প্রাণ! শিহরিত হওয়ার মত কাহিনী বর্নিত হয়েছে ট্রেইলারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগ্রাম, সাধারণ মানুষের কষ্ট, ফুটবল খেলোয়ারদের মুক্তিযুদ্ধে অংশগ্রহন সব মিলিয়ে অসামান্য এক কাহিনীর উপস্থাপন করা হয়েছে মাত্র ২ মিনিটেই। শেষের ১০ সেকেন্ডে মীমের আগ্রাসী ঝলক দেখে সকলেই মুগ্ধ। অনেকেই মন্তব্য করেছেন তারা পরিবারসহ অবশ্যই সিনেমাটি দেখবেন।
মুক্তিযুদ্ধের সত্য ঘটনায় নির্মিত Damal? Raihan Rafi এর নতুন সিনেমা দামাল
মাত্র কয়েক মাসের বিরতিতে পর্দায় আবারও চমক দিতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফী। ” দামাল” এর ট্রেইলার দেখে নেটিজেনরা বলছেন রায়হান রাফী তার অতীতের সকল মুভির রেকর্ড ভাঙবেন “দামাল” দিয়েই। “দামাল” এও সঙ্গী হিসেবে থাকছেন ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ জুটি বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ সাথে সিয়াম আহমেদ। আগামী ২৮ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘দামাল’।
পরিচালক নিজেই একটি অনলাইন পোর্টালে জানিয়েছেন “দামাল” অক্টোবরে রিলিজ পাবে এটা আগেই ঠিক করা থাকলেও তারিখ নির্ধারিত ছিল না। এটা কিছুদিন হল ঠিক হয়েছে। ২৮ অক্টোবর সারাদেশের হলে মুক্তি পাবে ছবিটি।
Damal Official Trailer | “দামাল” ট্রেলার | Raihan Rafi | Siam Ahmed | Bidya Sinha Saha Mim | Razz
“পরাণ” ঝড় এখনো থামেনি। দেশে এবং বিদেশে এখনো “পরাণ” এর জয়জয়কার চলছে।
দুই মাস আগে মুক্তি পাওয়া রাফীর ‘পরাণ’ ছবি এখনও দাপিয়ে বেড়াচ্ছে। এরমধ্যেই আসছে ‘দামাল’।
রায়হান রাফী জানিয়েছেন, ‘‘এটি তার একটি স্বপ্নের প্রকল্প। স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’র কাহিনী সাজানো হয়েছে।।এই সিনেমার গল্প মহান মুক্তিযুদ্ধ নিয়ে। তিনি খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে। “পরাণ” এর পর দর্শকদের কাছে এই সিনেমাটিও জনপ্রিয়তা পাবে বলেই তিনি মনে করেন।তার ধারণা যে মিথ্যা নয় ট্রেইলারেই তার প্রমাণ পাওয়া গেছে। সকলেই পছন্দ করেছেন ট্রেইলারটি এবং এটা রায়হান রাফীর সেরা নির্মাণ হতে যাচ্ছে এরকম মন্তব্যই করেছেন বেশীরভাগ দর্শক।
শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা।
বাংলা সিনেমার সুদিন ফিরে এসেছে। পরপর দূর্দান্ত সব সিনেমার মাধ্যমে দর্শকরা হলে ফিরতে শুরু করেছেন। অনেক হলও খুলতে শুরু করেছে। এভাবেই চলতে থাকলে বাংলা সিনেমা নিয়ে গর্ব করার দিন সামনেই আসতে চলেছে।