কেমন ছিল Chorki এর নতুন ওয়েব ফিল্ম শুক্লপক্ষ – Shuklopokkho
“শুক্লপক্ষ” ভিকি জাহেদের সেরা নির্মাণ!
রিলিজের পর থেকেই দর্শক রিভিউয়ে যে কথাটি বারবার উঠে এসেছে তা হচ্ছে-শুক্লপক্ষই ভিকি জাহেদের সেরা নির্মাণ! ১১ ই আগষ্ট রিলিজ হয়েছে মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত ওয়েব সিরিজ “শুক্লপক্ষ”। এটা ভিকি জাহেদের একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ। সিরিজটি রানটাইম ১ ঘন্টা ৩৯ মিনিট। ওয়েব সিরিজটি রিলিজ হয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
মঞ্জু, বেস্ট ফ্রেন্ডের প্রেমে হাবুডুবু খাওয়া ইমোশনাল তরুণ। |
সিরিজটিতে অভিনয় করেছেন খায়রুল বাশার,সুনেরাহ বিনতে কামাল,রোশান এবং আরো অনেকে।
মুক্তির পর পরই ভিকি জাহেদের সেরা ওয়েব সিরিজ হিসেবে দর্শক স্বীকৃতি পাচ্ছে সিরিজটি৷ থ্রিলার কেন্দ্রিক সিরিজটি নির্মিত হয়েছে প্রেম, প্রতিহিংসা, অসহায়ত্ব, ক্ষমতা এবং বর্বরতার এক দ্বান্দিক উপস্থাপন দিয়ে।
প্রতি শুক্লপক্ষের প্রথম রাতে কোথায় হারিয়ে যাচ্ছে একটি করে মেয়ে? একদমই গায়েব। মেয়ে গুলো কি কোন ভয়ংকর সিরিয়াল কিলারের শিকার হচ্ছে নাকি সুপারন্যাচারাল কিছুর ঘটছে তাদের সাথে?
হুমায়ূন, বিদেশ থেকে মফস্বলে আসা এক আগন্তুক। |
প্রথমদিকে কাহিনী ধীরগতির হলেও পরের দিকে দারুণ টুইস্ট আছে দর্শকদের জন্য। ওয়েব সিরিজটিতে। একটা খুন হওয়ার পর পাওয়া গেলে সেই লাশ পোস্টমর্টেম করে কিংবা বিভিন্ন ফরেন্সিক টেস্ট করে খুনের ধরন এবং কিলারকে ট্রেস করা পসিবল কিন্তু যখন আপনি লাশই পাবেন না তখন আপনি কি দিয়ে ইনভেস্টিগেশন করবেন? এই রহস্য দিয়েই কাহিনী এগিয়ে যায় এবং শেষের টুইস্ট বুঝতে হলে পরিচালকের আগের থ্রিলার পূণর্জন্ম ২ দেখে নেওয়া ভালো।
সিরিজের শেষের ১৫ মিনিটে এমন একজন অভিনেতা পর্দায় আসবেন যাকে পরিচালক সিরিজটির বিশেষ আকর্ষন হিসেবেই পর্দায় উপস্থাপন করেছেন৷ কি সেটা? জানতে হলে দেখে নিতে পারেন ভিকি জাহেদের সদ্য রিলিজকৃত সিরিজ শুক্লপক্ষ। রিলিজের পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে ওয়েব সিরিজটি। পজিটিভ রিভিউয়েও এগিয়ে আছে সিরিজটি।
Shuklopokkho | Official Trailer | Chorki Original Film
প্রতি শুক্লপক্ষের শুরুতে কোথায় হারিয়ে যাচ্ছে একটা করে মেয়ে?
চলছে Chorki Original Film “শুক্লপক্ষ” পরিচালনায় Vicky Zahed
Watch Shuklopokkho Now
দেখুন- কাইজার ওয়েব সিরিজ – আফরান নিশোর গোয়েন্দাগিরি কেমন ছিল?
চঞ্চল চৌধুরীর নতুন ওয়েবসিরিজ “কারাগার”!
সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট এর মাধ্যমে আপনার মতামত জানান। ধন্যবাদ।
প্রিয়জানালা’র প্রিয় পাঠকঃ বাংলা ব্লগ, তথ্য ও প্রযুক্তি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, পড়াশুনা, বিউটি টিপস, স্বাস্থ্য টিপস, সিনেমা রিভিউ, চাকরির গুরুত্বপূর্ণ খবরগুলোর আপডেট পেতে এবং মতামত প্রকাশের জন্য আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ প্রিয়জানালা এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।