Entertainmentmovies

বলিউড কে ফ্লপের লজ্জা থেকে বাঁচাতে আসছে Vikram Vedha

বলিউডে যখন চলছে বয়কট ও ফ্লপের হিড়িক তখন ইতিহাস বদলাতে আসছে Vikram Vedha??

“যদি তুমি ভাল বা খারাপের মধ্যে বাছাই করতে যাও; তাহলে অনেক সহজে বাছাই করতে পারবে।

কিন্তু এই গল্পে, আমরা দুজনেই খারাপ;

এবার তোমরা কি করবে??”

এই ধাঁধাঁর সঠিক উত্তর মিলবে Vikram Vedha সিনেমায়।

‘Vikram Vedha’ ১ মিনিট ৫৫ সেকেন্ডের টিজার  প্রথম ২৪ ঘণ্টায় ১৬মিলিয়ন+ভিউস এবং লাইক, শেয়ারের নতুন রেকর্ড গড়েছে যেটি আজ পযর্ন্ত কোন হিন্দি মুভি এই রেকর্ড করতে পারেনি।

Vikram Vedha

জনপ্রিয় লোককথা বিক্রম-বেতালের গল্পের আদলেই এই সিনেমার গল্প এগোবে। যেখানে বিক্রম চরিত্রে সাইফ আলী খান কে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর অন্যদিকে ভেদা চরিত্রে হৃত্বিক খলনায়কের ভূমিকায়!  সাইফ আলি খানের স্ত্রীর চরিত্রে রাধিকা আপ্তেকে দেখা যাবে।

গ্যাংস্টার ভেদা পুলিশ অফিসার বিক্রমের হাতে পরে একেক সময় একেক গল্প শোনাবে। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে ভেদা চম্পট দিবে। একজন গ্যাংস্টারের সঙ্গে সাক্ষাতের পর কীভাবে সৎ পুলিশ অফিসারের দৃষ্টিভঙ্গি বদলে যায়, তারই প্রতিফলন ‘বিক্রম বেদায় তুলে ধরবেন পরিচালক।

হয়তো বলিউডে ধারাবাহিক ফ্লপ,ডিজাস্টার মুভির পর একটা ব্লকবাস্টার মুভির দেখা পাচ্ছে আর সেটা হৃত্বিক-সাইফ জুটির কাছ থেকেই। 

২০১৭ সালের তামিল ইন্ডাস্ট্রির প্রশংসিত সিনেমা ভিক্রম ভেধার অফিশিয়াল রিমেক হচ্ছে হৃতিক ও সাইফ আলি খান অভিনীত বলিউড সিনেমা Vikram Vedha।  

তামিল মুভির রিমেইক Vikram Vedha – Bollywood কে বাঁচাতে পারবে? || Vikram Vedha Review

 

তামিল অরিজিনাল মুভির বাজেট ছিল ১১ কোটি কিন্তু রিমেকের বাজেট প্রায় ২০০ কোটি। আশার সংবাদ এই যে অরিজিনাল মুভি আর রিমেকের পরিচালকও একই। প্রায় ৯৫% অরিজিনালের সাথে মিল থাকলেও রিমেক অনেক বড় পরিসরে বানানো হয়েছে। মুভিটিতে হৃতিক রোশান ও সাইফ আলি খানের লুক এবং সোয়াগ দর্শক পছন্দ করেছেন ।

বলিউডে রিমেক নানা কারণে সমালোচিত হলেও এই মুভিটির জন্য দর্শক অতি আগ্রহে অপেক্ষা করছেন। টিজারে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, অভিনেতাদের লুক প্রশংসিত হয়েছে। তামিল সিনেমা বিক্রম ভেদা সিনেমাতে ভেদা  চরিত্রটি করেছিলেন বিজয় সেতুপাতি ও বিক্রম চরিত্রটি করেছিলেন মাধবন ।  

বিজয় সেতুপাতি তামিল বিক্রম ভেদা সিনেমায় সকলের মন কেড়ে নিয়ে ছিল , ভিলেন হিসেবে তাঁর এন্ট্রি দৃশ্য ছিল দুর্দান্ত। ভেদা চরিত্রে বিজয় সেথুপতি সব আলো কেড়ে নিলেও বিক্রম চরিত্রে নিজের কাজটা অসাধারণ ভাবেই করে ছিল মাধবন। 

Vikram Vedha

অনেকেই বলেছেন বিজয় সেতুপাতিকে কপি করছেন হৃত্তিক। কিন্তু বেশিরভাগ নেটিজেনই কমেন্ট করেছেন হৃত্তিক মানেই আলাদা ব্যক্তিত্ব। তার কাউকে কপি করার দরকার হয়না।

সাইফ আলি খানের লুক এবং এক্সপ্রেশনও প্রশংসিত হয়েছে। সব রকম চরিত্রেই সাইফ আলী খান নিজেকে মানিয়ে নেন বলেও কমেন্ট করেছেন দর্শকরা। 

Vikram Vedha

ইতোমধ্যেই বিক্রম ভেদা চরিত্রে সেতুপাতি সেরা নাকি হৃত্তিক তা নিয়ে ভক্তদের মাঝে চলছে তুমুল তর্ক-বিতর্ক।  

সিনেমাটি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন অনুরাগীরা। Vikram Vedha. কতটা প্রত্যাশা পূরণ করতে পারে, বক্স অফিসে কতটা সফল হতে পারবে তা জানতে অপেক্ষা করতে হবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কারণ ৩০ সেপ্টেম্বর থিয়েটারে রিলিজ পাবে মুভিটি!

 

Back to top button