নারী দিবসের শুভেচ্ছা- Women Day 2023
নারী দিবস
প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় । বিশ্বজুড়ে এইদিন সব মেয়েদের সম্মান জানানো হয় । নারী দিবসের ইতিহাস হলো, এই দিবসটি উদ্যাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস । ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা । এরপর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কেরকোপেনহেগেনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী সম্মেলন । ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন । এই সম্মেলনে প্রতি বৎসর আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়, অতঃপর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয় । সারা বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস । সমাজের সর্বস্তরে মহিলাদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয় ।
জেনে নিন এই দিনে কেমন বার্তা পাঠাবেন প্রিয়জনদের —
|| যখন একজন মহিলা নিজের পক্ষে দাঁড়ায়
তখন সে সমস্ত মহিলাদের জন্য দাঁড়ায় ||
|| একজন মহিলা সম্পূর্ণ বৃত্ত
তার মধ্যেই সৃষ্টি, লালন ও রূপান্তর করার শক্তি রয়েছে ||
|| কোনকালে একা হয়নিকো জয়ী
পূরুষের তরবারী প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী ||
|| নারী দাসী বটে
কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে ||
|| নারী হল পরিবারের স্তম্ভ, তাঁর অনুপ্রেরণা ছাড়া কোনও কিছু সম্ভব নয়
তাই তাঁকে জানাই নারী দিবস এর অনেক অনেক শুভেচ্ছা ||