কেমন গেল তাহসানের ২০০৯??
যদি বলা হয় কেমন গেল তাহসানের ২০১৯ তা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের সকলের জানা। তবুও ২৩ ডিসেম্বর বছরের শেষে তাহসান ২০১৯ সালের কিছু অনুভূতি প্রকাশ করলেন তার ফেইসবুক একাউন্টে কিছু ছবি পোস্ট এর মাধ্যমে। চলুন দেখি তার পোস্টকৃত ছবি ও তার ভাবার্থ ঃ
সাদা মাউন্টেনের কিছু দূরে থেকে নিজ হাতে গান লেখার প্রয়াস! যেখানে তিনি বুঝিয়েছেন এখনো সে হারিয়ে যাননি গানের মধ্যেই বেঁচে থাকার আনন্দ।
 |
Wrote a few songs in some amazing places – Thasan |
Grammy Awards এর বিশেষ মুহুর্ত তুলে ধরেছেন তাহসান, যেখানে হাবিব ওয়াহিদ সহ তিনি ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান এর সাথে দেখা করার সুযোগ পান।
 |
Tahsan at Grammy Award function |
 |
Tahsan at Grammy Award function |
এবারের ঈদের জনপ্রিয় নাটক আশ্রয় এর একটি স্থির চিত্র তুলে ধরেছেন তাহসান। এই নাটকে তাহসানের সাথে তিশা, মোশাররফ করিম ও মম অভিনয় করেছেন।
তাহসান তার মা ও মেয়ের সাথে স্নেহ-মমতার কিছু স্মৃতি তুলে ধরেছেন।
 |
Thasan with his mother and daughter |
নিজের আদরের মেয়ের ছবি দিয়ে মজা করে লিখেছেন মেয়ের জন্য প্রথম ঘড় কিনেছি।
 |
Daughter of Thasan |
 |
I Love BaBa– Thasan’s Daughter wrote lovely word. |
মিশন জাপানের সুন্দর একটি মুহুর্ত তুলে ধরেছেন।
 |
Mission Japan’s Photo By Thasan |
মেয়ের সাথে নাস্তা করার সুন্দর মুহুর্ত শেয়ার করেছেন।
 |
Thasan with his daughter |
২০০৪ সালে প্রকাশ পাওয়া তাহসানের একক গানের এ্যালবাম কথোপকথনেরে সিডি প্রকাশ করে নিজের অতীত অনুভূতি ও গানের প্রতি ভালবাসা তুলে ধরেছেন।
এ এ্যালবামে কিছু গান অনেক জনপ্রিয়তা পেয়েছিলো যা এখনো অনেকের কাছে জনপ্রিয় লিস্টে বিদ্যমান। ঈর্ষা শিরোনামের গানটি প্রচুর সাড়া ফেলেছিল।
দূরে তুমি দাঁড়িয়ে
সাগরের জ্বলে পা ভিজিয়ে
কাছে যেতে পারিনা
বলতে আজ পারিনা তুমি আমার এখনো
সামনে তুমি দাঁড়িয়ে
কারো হাত জড়িয়ে
হাতটা ধরতে পারিনা
কাছে টানতে পারিনা
তোমার হাতে আজ অন্য কেউ
সাগরের পাড়ে হাত ধরে
দেখছ সূর্যডোবা, আমি নেই
এখনো বৃষ্টি পড়ে তোমার মাঝে
সে বৃষ্টির ফোঁটা আমি নই
জানালার পাশে দাড়িয়ে তাকিয়ে আকাশে
সেখানে চাঁদটা নেই
এখনো বৃষ্টি পড়ে
বৃষ্টিতে ভেঁজা আমার পাশে তুমি নেই
সেই তুমি আজ আমার কাছে
আমার স্মৃতি ফিরিয়ে দিতে
আমি আজ কাঁদব না…
হয়তো দু‘এক ফোঁটা
তবু বলবোনা ভালোবাসি
কোন এক ছোট্ট মিথ্যা
মুছে দিয়েছে সব আমার
আমার দেওয়া ঘড়ির
সময়গুলো মোছেনি
তুমি রক্তাক্ত, আমি অপরাধী
আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাঁদছি আমি অসহায়
তোমায় হারিয়ে জীবনটা আমার কষ্টের গানে ডুবে হায়
জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে
তবুও এখনো তুমি সত্য এখনো আমার জীবনে
(ঈর্ষা- কথোপকথন )
 |
Kothopokothon |
মিউজানের কিছু সুন্দর মুহুর্ত শেয়ার করেছেন।
 |
Thasan at Museums |
 |
Thasan Became the highest tax paying artist for the second year in a row |
বাবা ও মেয়ের সাথে বাবা দিবসের একটি ছবি বছর শেষে আবার তুলে ধরেছেন।
 |
Thasan with his father ans daughter |
ছোটবেলার বন্ধু সাথে তোলা ছবি শেয়ার করেছেন।
 |
Thasan with his Childhood friend |
বাংলাদেশ নাটক ও সিনেমা’র জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী’র সাথে No Land’s Man সিনেমার শুট্যিংয়ের ফাকে তোলা ছবি শেয়ার করেছেন।
 |
Thasan with famous Bangladeshi Cinema Director Mostofa Sarwar Farooki |
বন্ধুদের সাথে ছবি শেয়ার করে তিনি উল্লেখ করেছেন বন্ধুরা তাকে সব সময় অনুপ্রেরণা দিয়ে থাকেন।
 |
Thasan with his friends |
ভারতের সিনেমার জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকের সাথে No Land’s Man সিনেমার শুট্যিংয়ের ফাকে তোলা ছবি শেয়ার করেছেন। সাথে No Land’s Man সিনেমায় তাহসান ও নওয়াজউদ্দিন সিদ্দিক অভিনয় করছেন।
 |
Thasan with Nawazuddin Siddiqui
|
এভাবে সুন্দর সুন্দর কিছু ছবি ফেইবুকে পোস্টের মাধ্যমে তার ফ্যানদের বুঝিয়েছেন তিনি তার পারিবারিক সমস্যার কারণে হারিয়ে যাননি নিজ কর্মে ও ফ্যানদের ভালবাসায় বেঁচে থাকবেন।
তার আপকামিং সিনেমা No Land’s Man এর জন্য প্রিয়জানালা ডটকমের পক্ষ থেকে শুভকামনা রইলো।