সরকারি চাকরিজীবীরা যেভাবে IBAS++ দিয়ে অনলাইনে বেতন Bill Submission করবেন
সরকারি চাকরিজীবীরা কিভাবে অনলাইনে বেতন বিল দাখিল করবেন?
How to submit iBAS++ Online Pay Bill?
অনলাইন পে বিল দাখিল পদ্ধতি নিচে ভিডিও তে দেখুন
এই ভিডিও তে আমি দেখিয়েছি যে, কিভাবে IBAS++ দিয়ে অনলাইনে বেতন বিল করবেন ।
প্রথমে গুগলে ibas++ লিখে সার্চ দিন অথবা সরাসরি https://ibas.finance.gov.bdসাইট ভিজিট করুন।
আপনার রেজিস্টেশনকৃত ibas++ ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা এন্ট্রি করুন।
(ক্যাপচাঃ নিচে যা লেখা তা এখানে লিখুন)
Bill Submission অপশনে ক্লিক করুন
Fiscal Year of Salary অপশন থেকে অর্থ বছর সিলেক্ট করি।
Month of Salary অপশন থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে মাসের নাম সিলেক্ট করি।
GO বাটনে ক্লিক করে নিচের বেতন ও ভাতা এর অংশ এবং কর্তন সমূহ ঠিক আছে কিনা চেক করি।
কোন পরিবর্তন করতে চাইলে Setting অপশনে যান।
সব ঠিকঠাক থাকলে Submit বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টেশনকৃত মোবাইলে একটি ওটিপি যাবে ( যেমনঃ 1234)
ওটিপি মোবাইল দেখে বসিয়ে দিয়ে OK করে দিলেই আপনার কাজ শেষ।
সরকারি চাকরিজীবীরা কিভাবে অনলাইনে Festival Bill Submission করবেন?
একই ভাবে Festival Bill Submission করুন
Bill Submission অপশনে ক্লিক করুন
Fiscal Year of Salary অপশন থেকে অর্থ বছর সিলেক্ট করি।
Festival Type অপশন থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে Eid/Durga Puja সিলেক্ট করি।
GO বাটনে ক্লিক করুন ও সব ঠিকঠাক থাকলে Submit বাটনে ক্লিক করলে আপনার রেজিস্টেশনকৃত মোবাইলে একটি ওটিপি যাবে ( যেমনঃ 1234)
ওটিপি মোবাইল দেখে বসিয়ে দিয়ে OK করে দিলেই আপনার কাজ শেষ।
সুপ্রিয় পাঠক প্রিয়জানালার এই পোস্টটি পড়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এরপর কোন বিষয় নিয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে সে বিষয়ে তথ্য নিয়ে হাজির হব। আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন ।
আমাদের ফেইসবুকে পেইজে জয়েন্ট করুন 👇👇👇👇