bangla newsbangladesh cricketcricket
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মীদের জন্য ১০ লাখ টাকা ঈদ উপহার সাকিবের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিস সহকারী থেকে শুরু করে মাঠ কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের খুশি বাড়িয়ে দিতে সাকিব আল হাসান ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা প্রদান করেছেন।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ঝামেলা এড়াতে এবং সুশৃঙ্খলতা বজায় রাখতে সাকিব নিজে না করে বিসিবির মাধ্যমে এই ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিসিবির স্টাফদের কাছে।
তবে সাকিবই প্রথম ব্যক্তি নন, যিনি বিসিবির নিম্ন পদস্থ স্টাফদের মধ্যে ঈদ উপহার পাঠিয়েছেন। এর আগেও জাতীয় দলের অনেক ক্রিকেটার ঈদ উপলক্ষ্যে বিসিবির মাঠ-পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এভাবে উপহার পাঠিয়েছিলেন।