bangla newseducation

বাড়ছে না ছুটি, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ১২ সেপ্টেম্বর – ডা. দীপু মনি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গঃ ১২ সেপ্টেম্বর রবিবার থেকে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ডা. দীপু মনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আর বাড়ানোর প্রয়োজন পড়বে না।

গত  ১৭ মার্চ ২০২০ থেকে বন্ধ রাখা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর পর বেশ কয়েক দফায় বাড়ানো হয় ছুটি। দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে শিশু-কিশোররা স্বাভাবিক বেড়ে ওঠার সুযোগ বঞ্চিত হচ্ছে বলেও স্বীকার করেন তিনি। শুক্রবার দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকিারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বাধনী অনুষ্ঠানে এসব কথা বলেনে।

বাড়ছে না ছুটি, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ১২ সেপ্টেম্বর - ডা. দীপু মনি

ডা. দীপু মনি  বলেন আগের ঘোষণা অনুযায়ী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের পর্যায়ক্রমে করোনার টিকার আওতায় আনা হবে। 

আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন । এছারাও কমেন্টের মাধ্যমে আপনার সুযোগ্য মতামত জানতে ভুলবেন না । 

 https://www.facebook.com/priyojanala

আমাদের ফেইসবুক পেইজ- প্রিয়জানালা

Back to top button