T20 বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশ দলের ১৫ ক্রিকেটারের Record
টি২০ বিশ্বকাপ ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
দলে নেই কোনো চমক। নিউ জিল্যান্ড সিরিজে যারা খেলছেন তাদের ১৫ জনকে রেখে বিশ্বকাপের দল সাজানো হয়েছে। চলমান সিরিজ থেকে স্কোয়াডে নেই মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। তবে স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে যাওয়া হচ্ছে।
আসন্ন টি২০ বিশ্বকাপ ২০২১ বাংলাদেশ ও শ্রীলংকা সরাসরি সুপার-১২ তে খেলতে পারবেনা। তাদের রাউন্ড-১ খেলে চ্যাম্পিয়ন অথবা রানার্সআপ হয়ে সুপার-১২ তে সুযোগ পেতে হবে। বাংলাদেশের সুপার-১২ তে সুযোগ পেতে ৩ দলের সাথে টি-টোয়েন্টি লড়তে হবে। দলগুলো হলো- স্কটল্যান্ড, পাপুয়ানিউগিনি ও ওমান। বাংলাদেশ যদি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় তাহলে বাংলাদেশ সুপার-১২ এর গ্রুপ বি’তে সুযোগ পাবে যেখানে বাংলাদেশের খেলতে হবে শক্তিশালী ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও রাউন্ড-১ এর গ্রুপ-এ রানার্সআপ কোন এক দলের সাথে।
👉টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডঃ
মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাইঃ আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।
আগামী ১৭ অক্টোবর রাউন্ড ১ এর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ওমান ও পাপুয়া নিউ গিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে সুযোগ পাওয়া ১৫ জন ক্রিকেটারের টি-টোয়েন্টি ব্যাট বলের রেকর্ডগুলো জেনে নেয়া যাক।
মুশফিকুর রহিম (উইকেটকিপার ব্যাটসম্যান)
ম্যাচঃ ৯১ রানঃ ১৩২১ গড়ঃ ১৯.৪৩ ব্যাটিং বেস্টঃ ৭২ ফিফটিঃ ৫ স্টাইক রেটঃ ১১৫.৪৭
লিটন কুমার দাস (উইকেটকিপার ব্যাটসম্যান)
ম্যাচঃ ৩৮ রানঃ ৭১১ গড়ঃ ১৯.৭৫ ব্যাটিং বেস্টঃ ৬১ ফিফটিঃ ৪ স্টাইক রেটঃ ১২৯.৭৪
মাহমুদউল্লাহ রিয়াদ (ব্যাটিং অলরাউন্ডার)
সাকিব আল হাসান (ব্যাটিং অলরাউন্ডার)
ম্যাচঃ ৮৮ রানঃ ১৭৬৩ গড়ঃ ২২.৯ ব্যাটিং বেস্টঃ ৮৪ ফিফটিঃ ৯ স্টাইক রেটঃ ১২১.৫
উইকেটঃ ১০৬ বোলিং বেস্টঃ ৫/২০
আফিফ হোসেন ধ্রুব (ব্যাটিং অলরাউন্ডার)
ম্যাচঃ ২৮ রানঃ ৩৭৩ গড়ঃ ১৮.৬৫ ব্যাটিং বেস্টঃ ৫২ ফিফটিঃ ১ স্টাইক রেটঃ ১২৩.৫১
উইকেটঃ ৭ বোলিং বেস্টঃ ২/৯
সৌম্য সরকার (ব্যাটিং অলরাউন্ডার)
মোহাম্মদ নাইম শেখ (ব্যাটসম্যান)
ম্যাচঃ ২২ রানঃ ৫৭০ গড়ঃ ২৭.১৪ বেস্টঃ ৮১ ফিফটিঃ ২ স্টাইক রেটঃ ১০৫.৯৫
তাসকিন আহমেদ (পেস বোলার)
ম্যাচঃ ২৪ রানঃ ৪৮ উইকেটঃ ১৫ বোলিং বেস্টঃ ২/৩২
শরিফুল ইসলাম (পেস বোলার)
ম্যাচঃ ১১ রানঃ ১১ উইকেটঃ ১৭ বোলিং বেস্টঃ ৩/৩৩
মোহাম্মদ সাইফউদ্দিন (বোলিং অলরাউন্ডার)
ম্যাচঃ ২৫ রানঃ ১৭২ গড়ঃ ১৭.২ ব্যাটিং বেস্টঃ ৩৯ স্টাইক রেটঃ ১০৬.৮৩
উইকেটঃ ২৬ বোলিং বেস্টঃ ৪/৩৩
মুস্তাফিজুর রহমান (পেস বোলার)
ম্যাচঃ ৫২ রানঃ ৪৭ উইকেটঃ ৭৬ বোলিং বেস্টঃ ৫/২২
নুরুল হাসান সোহান (উইকেটকিপার ব্যাটসম্যান)
ম্যাচঃ ২২ রানঃ ১৭৩ গড়ঃ ১৪.৪২ ব্যাটিং বেস্টঃ ৩০ ফিফটিঃ ০ স্টাইক রেটঃ ১৪.৪২
শামীম হোসেন (ব্যাটিং অলরাউন্ডার)
ম্যাচঃ ৭ রানঃ ৭২ গড়ঃ ১৪.৪ ব্যাটিং বেস্টঃ ৩১
ফিফটিঃ ০০ স্টাইক রেটঃ ১৪৪
শেখ মেহেদী হাসান (স্পিন বোলিং অলরাউন্ডার)
ম্যাচঃ ১৮ রানঃ ১২০ গড়ঃ ১২ ব্যাটিং বেস্টঃ ২৩ ফিফটিঃ ০০ স্টাইক রেটঃ ৯৬.৭৭
উইকেটঃ ১৫ বোলিং বেস্টঃ ২/১২
নাসুম আহমেদ (স্পিন বোলার)
ম্যাচঃ ১৪ রানঃ ৮ উইকেটঃ ১৮ বোলিং বেস্টঃ ৪/১০
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের খেলার ফিক্সচার
১৭ অক্টোবর বাংলাদেশ বনাম স্কটল্যান্ড
১৯ অক্টোবর বাংলাদেশ বনাম ওমান
২১ অক্টোবর বাংলাদেশ বনাম পাপুয়া নিয় গিনি (পিএনজি)
টি২০ বিশ্বকাপ সুপার ১২
গ্রুপ ১ | গ্রুপ ২ |
ইংল্যান্ড | ভারত |
অস্ট্রেলিয়া | পাকিস্তান |
দক্ষিন আফ্রিকা | নিউজিল্যান্ড |
ওয়েস্ট ইন্ডিজ | আফগানিস্তান |
রাউন্ড-১ এর গ্রুপ এ চ্যাম্পিয়ন | রাউন্ড-১ এর গ্রুপ বি চ্যাম্পিয়ন |
রাউন্ড-১ এর গ্রুপ বি রানার্সআপ | রাউন্ড-১ এর গ্রুপ এ রানার্সআপ |
টি২০ বিশ্বকাপ রাউন্ড- ১
গ্রুপ এ | গ্রুপ বি |
শ্রীলংকা | বাংলাদেশ |
আয়ারল্যান্ড | স্কটল্যান্ড |
নেদারল্যান্ড | পাপুয়া নিউগিনি |
নামিবিয়া | ওমান |
আইসিসি টি২০ বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারনে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। টুর্নামেন্ট শুরু হতে পারে ১৭ অক্টোবর ২০২১ এবং ফাইনাল খেলা হতে পারে ১৪ নভেম্বর ২০২১৪। আরব আমিরাত ও ওমানে টি২০ বিশ্বকাপ আয়োজিত হলেও টি২০ বিশ্বকাপ আয়োজনের পুরো দায়িত্ব থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছেই।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে?
টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে :
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, আবু ধাবি,শারজাহ ক্রিকেট গ্রাউন্ড ও ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ।
আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন । এছারাও কমেন্টের মাধ্যমে আপনার সুযোগ্য মতামত জানাতে ভুলবেন না ।